আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মোদীসহ বিশ্ব নেতারা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মোদীসহ বিশ্ব নেতারা
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া জাতিসংঘ, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাজ্যসহ বিশ্বনেতারা অভিনন্দন জানিয়েছেন শাহবাজকে। মঙ্গলবার (০৫ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শাহবাজকে অভিনন্দন। নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ ও নতুন প্রশাসনের নেতৃত্বে পাকিস্তান আরও শক্তিশালী জাতি গঠনের বৃহত্তর লক্ষ্য অর্জন করবে। প্রধানমন্ত্রীর পদ গ্রহণে শাহবাজ শরিফকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং। নতুন প্রধান্মন্ত্রীকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, যুক্তরাষ্ট্র শাহবাজ শরিফ পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে স্বাগত জানায়। একই সাথে দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে কাজ করবে ওয়াশিংটন। এছাড়া নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ বিশ্ব নেতারা। প্রসঙ্গত, নানা নাটকীয়তার পর সোমবার পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ। তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি।

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | প্রধানমন্ত্রীকে | অভিনন্দন | জানালেন | মোদীসহ | বিশ্ব | নেতারা