সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ‘স্পার্কড’ নামে নতুন একটি ডেটিং অ্যাপ আনছে। এ অ্যাপটির মাধ্যমে প্রথমে চার মিনিটের ভিডিও ডেটিং করা যাবে
জানা গেছে, অ্যাপটি নিয়ে বর্তমানে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক। অ্যাপটি চলবে সরাসরি ভিডিওকলের মাধ্যমে। বাজারের অন্য ডেটিং অ্যাপের তুলনায় এটি আলাদা হবে।
এ প্রসঙ্গে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে চার মিনিটের ভিডিও করার ব্যবস্থা থাকবে। তবে থাকবে না কোনো পাবলিক প্রোফাইল। যুক্তরাষ্ট্রের একটি শহরের ৪৭ জন মানুষ ইতোমধ্যে এই অ্যাপের পরীক্ষামূলক ব্যবহারে অংশ নিয়েছে।
অ্যাপটিতে নিবন্ধনের সময় এর ব্যবহারকারীদের বেশকিছু প্রশ্নের উত্তর দিতে হয়। কোন ধরনের মানুষের সঙ্গে তিনি ডেট করতে চান সে কথা স্পষ্টভাবে উল্লেখ করতে হয়।
অ্যাপটিতে কারও সঙ্গে ডেটের শিডিউল পেলে ১০ মিনিটের ভিডিও করার অনুমতি মিলবে। এই অ্যাপে সরাসরি ব্রাউজার থেকেই সাইনআপ করতে হবে।
এটাই ফেসবুকের প্রথম ডেটিং অ্যাপ নয়। এর আগে কোম্পানিটি ২০১৯ সালে ফেসবুক ডেটিং নামে একটি অ্যাপ চালু করেছিল।
এএ