বার্সেলোনাতেই থেকে যাবেন লিওনেল মেসি- এমনটাই আশা করেছিলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। বার্সা সভাপতির ধারণা ছিলো বিনা বেতনে হলেও কাতালান ক্লাবটিতে খেলবেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। মোটা পারিশ্রমিকেই পিএসজিতে পাড়ি জমিয়েছেন ছয় বারের ব্যালন জয়ী। আজ (শুক্রবার) আরএসিওয়ানকে সাক্ষাৎকারে মেসির বিদায়ের ব্যাপারে এমনটাই জানিয়েছেন লাপোর্তা।
এই সাক্ষাৎকারে লাপোর্তা জানিয়েছেন, মেসি নিজেও বার্সেলোনায় থাকতে চেয়েছিলেন। কিন্তু অন্য ক্লাব থেকে পাওয়া লোভনীয় প্রস্তাবের কথাও চিন্তা করতে হয়েছে মেসিকে। এ কারণেই মূলত বিচ্ছেদ ঘটেছে মেসি ও বার্সেলোনার।
এ প্রসঙ্গে লাপোর্তা বলেন, 'সে (মেসি) থাকতে চেয়েছিল, তবে পিএসজি তাকে যে প্রস্তাব দিয়েছিল, তাতে তার ওপর একটা চাপও ছিল। সে জানত যদি সে এখানে না থাকে, তাহলে পিএসজিতে যাবে।'
দেনায় দেনায় জর্জরিত কাতালান ক্লাবটির পক্ষে মেসিকে ধরে রাখা অসম্ভব ছিলো। এমনকি আর্জেন্টাইন তারকা তার পূর্বনির্ধারিত বেতনের অর্ধেক নিলেও নিয়মের মধ্যে থেকে তা দেয়া সম্ভব হতো না। অন্যদিকে বেশ আগে থেকেই মেসিকে দলে ভেড়ানোর প্রচেষ্টায় ছিলো ফরাসি জায়ান্টরা।
লাপোর্তা বলেন, 'সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে, তার কাছে আগেই পিএসজির কাছ থেকে পাওয়া প্রস্তাব ছিলো। সবাই জানতো যে, তাকে শক্ত প্রস্তাব দেয়া হয়েছে। আমি কখনও পেছন দিকে যাওয়ার কথা ভাবতে পারি না। আমি মনে করি দলের জন্য সেরাটাই করছি আমি। দলকে বিপদে ফেলতে পারি না আমি।'
তবুও, বেড়ে ওঠার ক্লাবের প্রতি ভালোবাসা থেকে শেষ পর্যন্ত বিনা বেতনেই থেকে যাবেন মেসি- এমনটাও আশা করেছিলেন লাপোর্তা। তবে বাস্তবতার প্রেক্ষাপটে ক্লাব কিংবদন্তিকে এমন প্রস্তাব দেননি বার্সা সভাপতি।
তিনি বলেন, 'আমি সত্যিই আশায় ছিলাম, শেষ মুহূর্তে হয়তো বিনা বেতনে খেলতেই থেকে যাবে সে। আমি অবশ্যই এটা হলে পছন্দ করতাম এবং সহজেই রাজি হতাম। আমি বুঝতে পারছি লা লিগাও এটি মেনে নিতো। কিন্তু আমরা মেসির মতো একজন খেলোয়াড়কে এটা নিজ থেকে বলতে পারি না।'
এস