আর্কাইভ থেকে ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে ১৪৩ রানের টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকাকে ১৪৩ রানের টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচেও ব্যাটিংয়ে মুগ্ধ করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটে ১৪৩ রান করেছে তারা।

লেন্ডন সিমন্সের ব্যাট যেন উঠলই না। একের পর এক ডট বল খেললেন। যখন আউট হলেন, তখন তার নামের পাশে ১৬ রান, ৩৫ বল খেলে। প্রথম তিন ওভারে ৬ রান তোলার ক্ষতি অবশ্য পুষিয়ে দেন এভিন লুইস। তার তিনটি করে চার ও ছয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সিমন্স ৩২ বলে হাফ সেঞ্চুরি করেন। কিন্তু তিনি আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। 


ক্রিস গেইল চার নম্বরে নেমে একটি ছক্কা মেরে ১২ বলে ১২ রানে আউট হন। নিকোলাস পুরান শুরুতে টানা দুটি চার মেরে ঝড়ের ইঙ্গিত দিলেও থামেন ৭ বলে ১২ রান করে। আন্দ্রে রাসেল ৪ বল খেলে ৫ রান করে আনরিখ নর্টিয়ের শিকার। শিমরন হেটমায়ার দুটি বল খেলে ১ রান করে রান আউট। ইনিংস শেষ হওয়ার চার বল বাকি থাকতে অধিনায়ক কিয়েরন পোলার্ড বিদায় নেন ২০ বলে ২৬ রান করে। পরের বলেই হেইডেন ওয়ালশকে আউট করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন ডোয়াইন প্রিটোরিয়াস। ডোয়াইন ব্রাভো হ্যাটট্রিক বলে চার মেরে তাকে আশাহত করেন। দলের স্কোরবোর্ডে আর দুটি রান যোগ হয়।

প্রিটোরিয়াস সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান কেশব মহারাজ।

এ সম্পর্কিত আরও পড়ুন দক্ষিণ | আফ্রিকাকে | ১৪৩ | রানের | টার্গেট | দিলো | ওয়েস্ট | ইন্ডিজ