কলোম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বল দখলেও এগিয়ে থেকেও তেমন একটা সুবিধা করতে পারেনি ব্রাজিল।
প্রথার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটের সময় লুকাস পাকেতার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন নেইমারের দল। মোট ১৬ শটের মধ্যে লক্ষ্যে পৌঁছায় ৬টি। এ নিয়ে ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রসহ ৩৪ পয়েন্ট নিয়ে বাছাইয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে রয়েছে ব্রাজিল।
১২ ম্যাচে ১১তম জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে ছয় ম্যাচ হাতে রেখে ২০২২ বিশ্বকাপ নিশ্চিত করলো তারা। অন্যদিকে কঠিন সময় কাটানো কলম্বিয়া ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে পাঁচ নম্বরে।
লাতিন অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল দলকে টুইটারে অভিনন্দন জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল।