আর্কাইভ থেকে ফুটবল

ম্যারাডোনার ব্যবহৃত জিনিসপত্রের পুরো বাক্স চুরি করেন সেই ভারতীয়

ম্যারাডোনার ব্যবহৃত জিনিসপত্রের পুরো বাক্স চুরি করেন সেই ভারতীয়

দিয়েগো ম্যারাডোনার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হলো ক'দিন আগে। এমন সময়েই অদ্ভুত ঘটনা সামনে এসেছে এই ফুটবল কিংবদন্তীর ব্যবহৃত জিনিসপত্র নিয়ে। শুধু দামি হাতঘড়ি নয়, আর্জেন্টাইন তারকার আরও অনেককিছু উদ্ধার হয়েছে ভারতের আসাম থেকে।

এর মধ্যে রয়েছে ম্যারাডোনার ব্যবহৃত আরও একটি দামি সোনালি হাতঘড়ি, একটি আইপ্যাড, একটি ট্যাব, দু’টি স্কোয়াশ র‌্যাকেট, ছয়টি লাইটার, দুই জোড়া জুতা, একটি জ্যাকেট, একটি টি-শার্ট, একটি টুপি, একটি ট্র্যাক প্যান্ট, একটি ভ্যাসলিন ও গোলাপি পুতুল হাতি। 

তবে লাতিন আমেরিকান কিংবদন্তীর জিনিসপত্র আসামে কিভাবে এল? দুই দফায় আরব আমিরাতে ফুটবল কোচ হিসেবে সময় কাটিয়েছিলেন ম্যারাডোনা। ২০১১-১২ সালে আল ওয়াসল ফুটবল ক্লাব ও ২০১৭-১৮ সালে আল ফুজাইরাহ-র দায়িত্বে ছিলেন তিনি। 

দ্বিতীয় দফায় আর্জেন্টাইন কিংবদন্তী যেখানে থাকতেন, সেখানেই ২০১৬ থেকে কর্মরত ছিলেন আসামের শিবসাগরের বাসিন্দা ওয়াজ়িদ হোসেন। সেখানে কর্মচারী ও নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন আসামের শিবসাগরের বাসিন্দা ওয়াজিদ হুসেন। ম্যারাডোনা দুবাই ত্যাগের পরে তার ব্যবহার করা ঘড়ি ও অন্যান্য সামগ্রী ওই বাড়িতেই সংরক্ষিত ছিল।

দুবাই পুলিশের দাবি, এ বছরের আগস্ট মাসে ওয়াজ়িদ ওই বাড়ি থেকে ম্যারাদোনার ব্যবহৃত সামগ্রী রাখা বাক্স চুরি করে ভারতে ফিরে আসে। দুবাই পুলিশ বাক্স উদ্ধার করতে না পেরে সাহায্য চায় ইন্টারপোলের। সে সাহায্যের অংশ হিসেবেই অভিযান চালায় আসাম পুলিশ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ম্যারাডোনার | ব্যবহৃত | জিনিসপত্রের | পুরো | বাক্স | চুরি | করেন | ভারতীয়