আর্কাইভ থেকে ফুটবল

আর্জেন্টাইন ডিফেন্ডারের পা ভেঙে কান্না করলেন মার্সেলো  

আর্জেন্টাইন ডিফেন্ডারের পা ভেঙে কান্না করলেন মার্সেলো  
বুয়েনস এইরেসে কোপা লিবার্তাদোরেসে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে আর্জেন্টিনো জুনিয়র্সের মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। সেই ম্যাচে ঘটলো এক ভয়ংকর দৃশ্য। ম্যাচের ৫৬ মিনিটে বল পায়ে দৌড়ানোর সময় জুনিয়র্সের ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ মার্সেলোকে বাধা দিতে বাঁ দিক থেকে দৌড়ে এসেছিলেন। এসে সামনে পা বাড়ি দেন। তখনি মার্সেলোও এগিয়ে যেতে বাঁ পা বাড়াতেই দুর্ঘটনাক্রমে লুসিয়ানো সানচেজের বাঁ পা মাড়িয়ে দেন।   তৎক্ষণাৎ পাটকাঠির মতো সানচেজের পা বাঁকা হয়ে ভেঙে গেছে। মার্সেলো এ জন্য লাল কার্ড দেখলেও লুসিয়ানো সানচেজের বড় ক্ষতি করে দিয়েছেন এই কষ্টে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন। আঘাত পাওয়ার পর সানচেজ মাঠেই ব্যথায় চিৎকার করছিলেন। মার্সেলো তখন তাঁর পাশেই মাথায় দুই হাত দিয়ে হতাশা প্রকাশ করছিলেন। চিকিৎসকের দল আসার পর সানচেজকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে, আর্জেন্টিনো জুনিয়র্সের প্রকাশ করা মেডিকেল রিপোর্টে জানা গেছে, হাঁটু থেকে সানচেজের পা পুরোপুরি স্থানচ্যুত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এপি জানিয়েছে, সানচেজকে যে হাসপাতালে (সানাচোরিয়া ফিনোচিয়েত্তো) ভর্তি করা হয়েছে, সেখানকার চিকিৎসকদের মতে, সুস্থ হয়ে উঠতে তাঁর ৮ থেকে ১২ মাস সময় লাগবে। এই ঘটনার পর টুইট করেন মার্সেলো লিখেছেন, ‘আজ মাঠে খুব কঠিন এক মুহূর্তের সম্মুখীন হয়েছি। অনিচ্ছাকৃতভাবে এক খেলোয়াড়কে আঘাত করেছি। লুসিয়ানো সানচেজ, আমি তোমার সর্বোচ্চ সুস্থতা কামনা করি। পৃথিবীর সব শক্তি তোমার জন্য।’ মার্সেলোর এই টুইট রি-টুইট করে আর্জেন্টিনো জুনিয়র্সের টুইটে লেখা হয়, ‘আমরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু শত্রু নই। পাশে দাঁড়ানোর জন্য মার্সেলো ও ফ্লুমিনেন্সকে ধন্যবাদ।’

এ সম্পর্কিত আরও পড়ুন আর্জেন্টাইন | ডিফেন্ডারের | পা | ভেঙে | কান্না | মার্সেলো |