আর্কাইভ থেকে ক্রিকেট

যে কারণে এশিয়া কাপের অনুশীলনে সংবাদকর্মীদের প্রবেশ নিষেধ

যে কারণে এশিয়া কাপের অনুশীলনে সংবাদকর্মীদের প্রবেশ নিষেধ
এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (১৩ আগস্ট) থেকে পুরোদমে অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশ দলের। চলবে ২৫ আগস্ট পর্যন্ত। তবে মাঝে তিন দিনের বিশ্রাম পাবেন এশিয়া কাপের দলে ডাক পাওয়া ১৭ ক্রিকেটার। আর এই অনুশীলনের প্রথম চার দিন ক্রিকেটারদের অনুশীলন দেখতে কোন সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। কেবল ছবি তোলা ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য ক্যামেরাপারসন এবং ফটোজার্নালিস্টদের প্রতিদিন ১৫ মিনিট করে সময় দেওয়া হবে। এই কদিন মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ও লাউঞ্জ বন্ধ থাকবে। জাতীয় দলের প্রস্তুতির স্বার্থে সংবাদমাধ্যমকে নিয়ম মানার অনুরোধ করেছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই সংস্থা। মূলত নিজের দলকে নিয়ে নতুন পরিকল্পনা সাজানোর লক্ষ্য নিয়েই এমন সিদ্ধান্ত জাতীয় দলের লংকান কোচের। বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন মানেই একঝাঁক সাংবাদিকের আনাগোনা। দলীয় অনুশীলন তো বটেই, ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে ব্যক্তিগত অনুশীলনের সুযোগটাও যেন নেই মুশফিকুর রহিম-সাকিব আল হাসানদের। ধারণা করা হচ্ছে কোচিং স্টাফ আর নতুন দায়িত্ব পাওয়া মনোবিদ ক্রিকেটারদের এশিয়া কাপের জন্য বিশেষভাবে দীক্ষা দেবেন অনুশীলনে। যেহেতু কিছু সংবাদমাধ্যম অনুশীলনের খুঁটিনাটি নিয়ে সংবাদ প্রস্তুত করে সেগুলো দেখে স্বভাবতই বাংলাদেশের রণকৌশলগুলো ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেটি যেন না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

এ সম্পর্কিত আরও পড়ুন কারণে | এশিয়া | কাপের | অনুশীলনে | সংবাদকর্মীদের | প্রবেশ | নিষেধ