আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ওবামা-হিলারিদের চিঠি প্রত্যাহারে পাল্টা চিঠি

ওবামা-হিলারিদের চিঠি প্রত্যাহারে পাল্টা চিঠি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিনটনসহ ১৮৩ জন নোবেল বিজয়ী এবং রাজনৈতিক নেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো খোলা চিঠি প্রত্যাহারের দাবিতে পাল্টা চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের চার আইনজীবী। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বারাক ওবামা, বান কি মুন ও হিলারি ক্লিনটনসহ নয়জনকে ই-মেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এবং মোহাম্মদ ইমরুল কায়েস খান এ চিঠি পাঠান। এ চিঠির অনুলিপি জাতিসংঘের মহাসচিব ও ড. মুহাম্মদ ইউনূসকেও পাঠানো হয়েছে। পরে মোহাম্মদ হুমায়ুন কবির জানান, চিঠিতে বারাক ওবামা, হিলারি ক্লিন্টনসহ নোবেলজয়ীদের ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে চলমান মামলা স্থগিত করার বিবৃতি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বিচার ব্যবস্থার প্রতি অযাচিত হস্তক্ষেপ বলে জানানো হয়েছে। একটি দেশের অভ্যন্তরীণ আদালতে চলমান বিচার বাধাগ্রস্ত করা আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের প্রচলিত আইন তথা সংবিধানের পরিপন্থী এবং আদালত অবমাননার শামিল। চলমান মামলায় ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে এ ধরনের একপাক্ষিক বিবৃতি প্রদান অন্য বিচার প্রার্থীর জন্য বৈষম্যমূলক হয়রানির। এ আইনজীবী আরও জানান, তাদের মতো বিজ্ঞজনদের কাছ থেকে একটি দেশের অভ্যন্তরীণ আদালতে চলমান মামলা স্থগিতের জন্য এ ধরনের একপাক্ষিক অপ্রত্যাশিত বিবৃতি অনাকাঙ্ক্ষিত এবং সারা বিশ্বের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। যা কোনোভাবেই কাম্য নয়। এ ছাড়া শ্রমজীবী মানুষের আইনসংগত অধিকার আদায়ের ক্ষেত্রে তাদের বিবৃতি বাধা হয়ে দাঁড়াবে এবং তাদের এ বিবৃতিটি একটি নেতিবাচক উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে। এসব কারণে তাদের পাঠানো বিবৃতিটি প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশের আদালতে চলমান বিচারিক কার্যক্রম নিয়ে এ ধরনের বিবৃতি প্রদান না করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ওবামাহিলারিদের | চিঠি | প্রত্যাহারে | পাল্টা | চিঠি