ক্রিকেট

সিরিজ নির্ধারণী ম্যাচে বড় সংগ্রহ শ্রীলঙ্কার

সিরিজ নির্ধারণী ম্যাচে বড় সংগ্রহ শ্রীলঙ্কার
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। আজ শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১২ বল খেলে মাত্র ৮ রান করে তাসকিন আহমেদের শিকার হন ধনাঞ্জয়া ডি সিলভা। এরপর মাত্র ১২ বলে ১২ রান করে ফিরে যান কামিন্দু মেন্ডিস। তারপর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে এগিয়ে যেতে থাকেন কুশল মেন্ডিস। তবে ১৩ বলে ১৫ রান করে ফিরে যান লঙ্কান অধিনায়ক। চারিথ আসালাঙ্কা ৫ বলে ৩ রান করে ফিরে গেলে ৫৫ বলে ৮৬ রান করে থামেন ওপেনিংয়ে নামা কুশল মেন্ডিস। শেষ দিকে অ্যাঞ্জেলো ম্যাথুসের ১০, দাসুন শানাকার ১৯ ও সাদিরা সামারাবিক্রমার ৭ রানের সুবাদে ১৭৪ রানের সংগ্রহ পায় লঙ্কানরা।

এ সম্পর্কিত আরও পড়ুন সিরিজ | নির্ধারণী | ম্যাচে | বড় | সংগ্রহ | শ্রীলঙ্কার