পরিবার থেকে পাত্রী দেখা হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে বিয়ে করছেন তিনি। যদিও এমন বক্তব্য তার জন্য নতুন নয়। বিয়ে প্রসঙ্গে প্রায়ই তিনি এ একই ধরনের বক্তব্য দিয়ে আসছেন গেল কয়েক বছর। বলছিলাম ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের কথা।
বিয়ে নিয়ে এমন তথ্য নিজেই জানিয়েছেন শাকিব খান। দেশের একটি গণমাধ্যমকে বিয়ে প্রসঙ্গে শাকিব বলেছেন, ‘চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন, তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি।’
এদিকে, অপু বিশ্বাস, শবনম বুবলীর পর এবার শাকিবের সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জন গাঢ় হয়েছে। এ প্রসঙ্গে শাকিবের ভাষ্য, ‘আসলে এসব হচ্ছে স্টারডমের ফসল। বিশ্বের বড় মাপের তারকাদের নিয়ে এমন গসিপ ছড়ানো পুরোনো ট্র্যাডিশন। এসব আমি গায়ে মাখি না। সময় হলেই সবাই দেখতে পায় শাকিব আসলে দেশ ও দেশের চলচ্চিত্রের স্বার্থে সব সময় কাজ করে যাচ্ছে; আরে কাজ করেই তো কূল পাই না, প্রেম করতে যাব কখন।’
এর আগে ২০০৮ সালের এপ্রিলে শাকিব খান তার সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন অপু। আর তাতেই বেঁকে বসেন শাকিব, ২০১৮ সালে বিচ্ছেদ হয় এ তারকা দম্পতির। সাবেক এ যুগলের আব্রাম খান জয় নামে এক পুত্রসন্তান আছে।
এসি