বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার

বায়ান্ন প্রতিবেদন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ দেয়া হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস একাই সামলাচ্ছেন ২৫টি দফতর। তার ব্যাপক এই কাজে সহযোগিতার জন্যই মূলত সাবেক এই অভিজ্ঞ আমলাকে নিয়োগ দেয়া হয়েছে। 

সোমবার (১২ আগস্ট) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

উল্লেখ্য, আলী ইমাম মজুমদার ১৯৫০ সালে কুমিল্লার নানুয়া দিঘিরপাড়ে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ১৯৬৯ সালে স্নাতক ও ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধান উপদেষ্টা | বিশেষ সহকারী