জাতীয়

বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, নিহত দুইজন

বায়ান্ন প্রতিবেদন

টানা ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের ৮ জেলা। এখন পর্যন্ত প্রায় ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে ডুবে নিহত হয়েছেন দুইজন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বন্যা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

আলী রেজা জানান, এখন পর্যন্ত ১ হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ৭৫ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, ৭টি নদীর ১৪টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১২ ঘণ্টায় নদ-নদীর পানি স্থিতাবস্থা থাকতে পারে বলেও ব্রিফিংয়ে জানানো হয়েছে।

জেডএস/

 

এ সম্পর্কিত আরও পড়ুন বন্যা | ক্ষতিগ্রস্ত