খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বাংলাদেশে থেকে সরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে।  ৩ অক্টোবর পর্দা উঠবে আইসিসির মেগা এই ইভেন্টটির । সেই আসরে যোগ দিতে দেশ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সংবাদ সম্মেলনে বলেছেন, এবার বিশ্বকাপে দলটির লক্ষ্য স্পষ্ট , অন্তত একটি ম্যাচ জিতে ভালো শুরু করা। গত চারটি আসরে বারবার ব্যর্থতার সম্মুখীন হলেও, এবার বাংলাদেশ দল অনেকটাই আত্মবিশ্বাসী। 

তিনি আরও জানিয়েছেন, পরিসংখ্যানের চাপ তাদের মাথায় সবসময় কাজ করে, তবে এবার তা ভাঙতে চান তারা।

বিশ্বকাপের প্রস্তুতিতে ভালোভাবেই এগিয়েছে বাংলাদেশ। তবে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন কেমন হবে, তা নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও, দলের প্রত্যাশা উঁচুতে। টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফরা দলকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ নারী দল | টি-টোয়েন্টি বিশ্বকাপ