পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পিটিআই কর্মী-সমর্থকরা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে ডি-চক এলাকায় জমায়েত হয়েছেন। তাদের মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে। যার কারণে মঙ্গলবার (২৬ নভেম্বর) স্থানীয় প্রশাসন ইসলামাবাদের সব মার্কেট বন্ধের নির্দেশ দিয়েছে।
ইসলামাবাদের প্রাণকেন্দ্রে অবস্থিত ডি-চক। জায়গাটিকে "ডেমোক্রেসি চক" হিসেবেও বিবেচনা করা হয়। এটি পাকিস্তানের রাজনৈতিক প্রতিবাদ-বিক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দু। দেশটির গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন যেমন- সংসদ ভবন, প্রেসিডেন্ট কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সুপ্রিম কোর্ট এখানেই।
আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালালে পিটিআইয়ের দাবি অনুযায়ী, তাদের দুই কর্মী নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুশরা বিবির নেতৃত্বে পিটিআই সমর্থকদের একটি বিশাল বহর ইসলামাবাদের কাছে অবস্থান করছে। তবে, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের কারণে তাদের অগ্রগতি ধীর হয়ে গেছে।
ডি-চকের চারপাশে কনটেইনার দিয়ে প্রতিরোধ গড়া হয়েছে। রেঞ্জার্স সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। তবে সেনাবাহিনী এখন পর্যন্ত সংঘর্ষে সম্পৃক্ত হয়নি।
পিটিআই নেতা আলী আমিন গান্দাপুর জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকরা ডি-চকে অবস্থান চালিয়ে যাবেন।
জেডএস/