আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য কিয়েভের নিরাপত্তায় যা লাগবে, জানালেন জেলেনস্কি

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের কথা বলেছিলেন। গেলো  ২০ জানুয়ারি শপথ  নেওয়ার পর অভিষেক ভাষণেও  একই কথা বলেছেন তিনি। তা র সঙ্গে সুর মিলিয়ে এবার যুদ্ধবিরতি প্রসঙ্গে  কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে রাশিয়ার সঙ্গে যেকোনও ধরনের যুদ্ধবিরতির জন্য ইউক্রেনে অন্তত ২ লাখ ইউরোপীয় শান্তিরক্ষী প্রয়োজন বলে তিনি  মন্তব্য করেছেন।

সুইজারল্যান্ডের ডাভোসে মঙ্গলবার (২১ জানুয়ারি) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা  বলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির পাশাপাশি তিনি মহাদেশের সুরক্ষায় ইউরোপীয় নেতাদের আরও বেশি পদক্ষেপ নেওয়ারও তাগাদা দেন।  

ভাষণ শেষে ইন্টারভিউ প্যানেল থেকে ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর ধারণা নিয়ে প্রশ্ন করা হলে জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘পুরো ইউরোপ থেকে অন্তত দুই লাখ। এটা লাগবেই, না হলে কিছুই হবে না। ’

রাশিয়ার মোট সেনা সংখ্যা ১৫ লাখ। অন্যদিকে, ইউক্রেনে রয়েছে রাশিয়ার অর্ধেক। তাই কিয়েভের নিরাপত্তা নিশ্চিতে অন্তত ২ লাখ শান্তিরক্ষী লাগবে বলে যুক্তি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন জেলেনস্কি