আন্তর্জাতিক

ইসরাইলে পৌঁছেছে বাইডেন প্রশাসনের আটকে রাখা ভারী বোমার চালান

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের আটকে রাখা ১,৮০০টি ভারী বোমার চালান । শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এই চালানটি ইসরাইলের আশদোদ বন্দরে নোঙর করে। রোববার (১৬ ফেব্রুয়ারি) ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়  এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্য টাইমস অব ইসরাইল’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমকে-৮৪ মডেলের ২,০০০ পাউন্ড ওজনের বোমা বহনকারী জাহাজটি আশদোদ বন্দরে পৌঁছানোর পর সেখান থেকে ট্রাকে করে বোমাগুলো ইসরাইলের বিভিন্ন বিমানঘাঁটিতে পাঠানো হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ এই অস্ত্র চালানকে 'ইসরাইলি বিমান বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) জন্য গুরুত্বপূর্ণ সম্পদ’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘এই অস্ত্র চালান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী কৌশলগত জোটের আরও একটি প্রমাণ। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে ইসরাইলের প্রতি তাদের অবিচল সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমরা একসঙ্গে কাজ করে আমাদের নিরাপত্তা আরও শক্তিশালী করতে থাকব।’

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ইসরাইলকে ব্যাপক সামরিক সহায়তা দিয়ে আসছে।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬৭৮টি পরিবহন বিমান ও ১২৯টি জাহাজের মাধ্যমে ৭৬,০০০ টনেরও বেশি সামরিক সরঞ্জাম ইসরাইলে পৌঁছেছে, যার বেশিরভাগই যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছে।

তবে ২০২৪ সালের মে মাসে বাইডেন প্রশাসন ১,৮০০টি ২,০০০-পাউন্ড ও ১,৭০০টি ৫০০-পাউন্ড ওজনের বোমার চালান স্থগিত করে। প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিয়েছিলেন যে, যদি ইসরাইল গাজায় বড় ধরনের সামরিক অভিযান চালায়, তাহলে আরও অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে। পরে, ২০২৪ সালের জুলাইয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় অভিযান চালালে বাইডেন প্রশাসন ৫০০-পাউন্ড ওজনের বোমার সরবরাহ অনুমোদন দেয়। তবে ২,০০০-পাউন্ড ওজনের বোমাগুলো আটকে রাখা হয়, কারণ এগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যবহারের আশঙ্কা ছিল।

২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র ইসরাইলকে সতর্ক করে জানায় যে, গাজায় মানবিক সংকট নিরসনে এক মাসের মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ না নিলে অস্ত্র সরবরাহ বন্ধ করা হতে পারে। তবে শেষ পর্যন্ত এই হুমকি কার্যকর হয়নি। নভেম্বর মাসে বাইডেন প্রশাসন স্বীকার করে যে, ইসরাইল তাদের কিছু শর্ত পূরণ করলেও সব শর্ত মানেনি।

২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাইডেন প্রশাসনের আটকে রাখা ২,০০০-পাউন্ড ওজনের বোমার চালান ইসরাইলে পাঠানোর অনুমোদন দেন।

বিশ্লেষকদের মতে, এই অস্ত্র চালান ইসরাইলের সামরিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং গাজায় চলমান সংঘাতে এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে। 

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | ইসরাইল | বোমার চালান