লাইফস্টাইল

ল্যাপটপের তাপে ত্বকের ক্ষতি

লাইফস্টাইল

ছবি: সংগৃহীত

ডিজিটাল যন্ত্রের সাথে আমাদের জীবন যেন গভীরভাবে জড়িয়ে গেছে।  কিন্তু কি জানেন, ল্যাপটপের তাপ বা হট প্যাডের অতিরিক্ত তাপ ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। 

বৈদ্যুতিন ডিভাইস থেকে বেরোনো তাপ বিশেষ করে ল্যাপটপ বা হট প্যাড, ত্বকের সংস্পর্শে এসে মারাত্মক চর্মরোগের সৃষ্টি করতে পারে।  এর মধ্যে ‘টোস্টেট স্কিন সিনড্রোম’ অন্যতম একটি রোগ, যা দীর্ঘ সময় ধরে তাপের সংস্পর্শে থাকার ফলে হয়ে থাকে।  যেমন-ত্বকে কালচে দাগ, শুষ্কতা, ফুস্কুড়ি এবং র‌্যাশের মতো সমস্যা সৃষ্টি করতে পারে।

ল্যাপটপ বেশি সময় ধরে পায়ের উপর রেখে কাজ করলে বা হট প্যাড শরীরে রাখলে সমস্যার সৃষ্টি হতে পারে।  এর গরম তাপ এবং হট প্যাডের অতিরিক্ত তাপ ত্বকের মেলানিন রঞ্জক নষ্ট করে এবং রক্তচলাচল কমিয়ে দেয় , যার ফলে ত্বকে কালচে দাগ পড়ে এবং চর্মরোগের লক্ষণ তৈরি হয়।  বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই তাপের প্রভাব বেশি দেখা যায়। 

চিকিৎসকদের মতে,  ল্যাপটপ একটানা ৩০ মিনিটের বেশি পায়ের উপর রাখা যাবে না।  হট প্যাডের তাপমাত্রা কমিয়েও শরীরের উপর ১০ মিনিটের বেশি রাখা যাবে না। এর ফলে ত্বকের সমস্যার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

 তাই দ্রুত ত্বকের সমস্যা শনাক্ত করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। কেননা 'টোস্টেট স্কিন সিনড্রোম' শুধু ত্বকের ক্ষতি নয়,  হতে পারে ক্যানসারেরও কারণ।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন ল্যাপটপ | ডিজিটাল যন্ত্র