আন্তর্জাতিক

১৯৭১ এর পর ফের রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

১৯৭১ সালের পর এই প্রথম ভারতের বেশ কয়েকটি রাজ্যে নিরাপত্তা মহড়া চালানোর নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারত শাসিত কাশ্মীরের পেহেলহামে হামলার ঘটনায় ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মাঝে এমন  নির্দেশ দিয়েছে ভারত সরকার।

সোমবার (০৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৭ মে) থেকে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য এ মহড়ার নির্দেশ দিয়েছে।

এনডিটিভি বলছে, ভারতে সর্বশেষ এমন মহড়া হয়েছিল ১৯৭১ সালে। সেই সময় ভারত ও পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তখন ভারতজুড়ে সতর্কতা জারি ছিল।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ-প্রশাসনকে নির্দেশ দিয়েছে যে, যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে জনসাধারনের কী করণীয় সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।

যেসব প্রস্তুতির কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে, বিমান হামলার সতর্কতা সাইরেন বাজলে কী করণীয়, বেসামরিক নাগরিক ও শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, হঠাৎ ব্ল্যাক আউট হলে কিংবা যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন পড়লে কী করণীয়।

এছাড়াও রয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা ব্যবস্থা নেওয়া, মানুষ সরিয়ে নেওয়ার পরিকল্পনা হালনাগাদ ও অনুশীলন, রাজ্যগুলোর সিভিল ডিফেন্সেরও উদ্ধারকাজ সংক্রান্ত মহড়া।

এর আগে গতকাল সোমবার (৫ মে) রাতে  পাঞ্জাবের ফিরোজাবাদে ক্যান্টনমেন্ট এলাকায় ৩০ মিনিটের ব্ল্যাকআউট মহড়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্ল্যাকআউট কৌশল প্রয়োগের প্রস্তুতি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন মহড়া | ভারত