আর্কাইভ থেকে আন্তর্জাতিক

দুবাইয়ে কনস্যুলেটে অনুষ্ঠিত হবে ‘রেমিটেন্স অ্যাওয়ার্ড’

দুবাইয়ে কনস্যুলেটে অনুষ্ঠিত হবে ‘রেমিটেন্স অ্যাওয়ার্ড’
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে আগামী বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুবাই বাংলাদেশ কনস্যুলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রেমিটেন্স অ্যাওয়ার্ড-২০২২। গেলো রোববার (১২ ফেব্রুয়ারি) দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট ভবনের মিডিয়া কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বৈধ পথে বাণিজ্যিক ভাবে রেমিটেন্স প্রেরণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ৩৯ জন সিআইপি প্রবাসীর মাঝে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বিভিন্ন ক্যাটাগরিতে আরও ৫০ জন ব্যক্তিকে এ সংবর্ধনা দেয়া হবে। সংবাদ সমম্মেলনে উপস্থিত ছিলেন, শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন, দূতালয় প্রধান মো. মাজাফ্ফর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন দুবাইয়ে | কনস্যুলেটে | অনুষ্ঠিত | হবে | রেমিটেন্স | অ্যাওয়ার্ড