আর্কাইভ থেকে ফুটবল

নেইমারের ইনজুরি নিয়ে যা বললেন গালতিয়ের

নেইমারের ইনজুরি নিয়ে যা বললেন গালতিয়ের
চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থাকায় চাপে রয়েছে ফরাসি ক্লাব পিএসজি। বৃহস্পতিবার (৯ মার্চ) দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে দল দুইটি। এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ফরাসি ক্লাবটি। ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে পাচ্ছে না দলটি। পিএসজি কোচ গালতিয়ের নেইমারের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। নেইমারের ইনজুরি প্রসঙ্গে প্যারিসিয়ানদের কোচ বলেন, ‘ পরবর্তী দুই ম্যাচের জন্য আমরা নেইমারকে পাচ্ছি না। সে লিগ ওয়ানে শীর্ষ গোলদাতা এবং গোল সহায়তা কারীদের মধ্যে একজন।  নেইমারের অনুপস্থিতি আমাদের জন্য বড় ক্ষতি।’
neymar-1.jpg
neymar-1.jpg
এর আগে লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে গুরুতর ফাউলের শিকার হয়ে চোটে পড়েন নেইমার। তাৎক্ষনিক তাকে মাঠে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে জানা যায় নেইমারের পা মচকে গেছে।    

এ সম্পর্কিত আরও পড়ুন নেইমারের | ইনজুরি | নিয়ে | গালতিয়ের