আর্কাইভ থেকে ফুটবল

মেসির হাতের এটা কিসের ছড়ি!

মেসির হাতের এটা কিসের ছড়ি!
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। আর এই জয়ে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির ক্যারিয়ারে এসেছে পূর্ণতা। ক্লাবের হয়ে সব কিছুই জয় করেছেন তিনি। সাত বার হাতে তুলেছেন ব্যালন ডি’আর। এতো এতো শিরোপা আর পুরস্কারের ভিড়ে মঙ্গলবার মেসির হাতে উঠেছে একটা ছড়ি। এর মাহাত্ম্যও অবশ্য আলাদা। ফুটবলের খুদে জাদুকরের হাতে ওই ছড়ি দিয়ে  ‘ব্যাটন অব লিডারশিপ’ খ্যাতি দেওয়া হয়েছে। যার অর্থ ‘বিশ্ব ফুটবলের নেতা’। প্যারাগুয়ের লুকে শহরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি ও মেসিকে দেওয়া হয় এই বিশেষ সম্মাননা। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) প্রধান ক্লদিও তাপিয়া ছড়িটা তুলে দেন কনমেবল প্রেসিডেন্ট দমিনগেজের হাতে। তিনি সেটি তুলে দেন মেসির হাতে।
Lionel Messi statue to be placed alongside Pele and Maradona in Conmebol museum
Lionel Messi statue to be placed alongside Pele and Maradona in Conmebol museum
এরপর উন্মোচন করা হয় ভাস্কর্য। যেখানে কিংবদন্তি পেলে ও ম্যারাডোনার পাশে জায়গা হয়েছে লিও’র। আকাশি-সাদার এই ভাস্কর্য স্থান পাবে কনমেবলের সদরদপ্তর প্যারাগুয়ের জাদুঘরে।

এ সম্পর্কিত আরও পড়ুন মেসির | হাতের | এটা | কিসের | ছড়ি