আর্কাইভ থেকে ফুটবল

মারা গেছেন ৫ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার

মারা গেছেন ৫ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার
ফুটবলাঙ্গনে ‘তোতা’ নামে পরিচিত আন্তনিও কারবাহল। যিনি প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপ খেলেছিলেন। মেক্সিকোর এই সাবেক গোলরক্ষক ১৯৫০ সালের বিশ্বকাপ থেকে ১৯৬৬ সালের বিশ্বকাপ পর্যন্ত পাঁচ আসরে মাঠে নেমেছিলেন। ৯৩ বছর বয়সে মারা গেলেন মেক্সিকান এই কিংবদন্তি। কারবাহল মেক্সিকোর হয়ে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন। যার মধ্যে পাঁচ বিশ্বকাপে দেশের হয়ে খেলেছেন ১১টি ম্যাচ। মঙ্গলবার (৯ মে) মারা গেছেন তিনি। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে মেক্সিকোর ফুটবল ফেডারেশন। কারবাহলের মৃত্যুতে শোক প্রকাশ করে মেক্সিকোর কিংবদন্তি রাফায়েল মারকুয়েজ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট করে তিনি বলেন, ‘মেক্সিকান ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তির প্রস্থানে শোক প্রকাশ করছি।’ কারবাহল ১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকোর হয়ে প্রথম খেলেন। এরপর খেলেছেন ১৯৫৪ সালে সুইজারল্যান্ড, ১৯৫৮ সালে সুইডেন, ১৯৬২ সালে চিলি ও ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপে। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে কারবাহলের পাঁচ বিশ্বকাপ খেলার রেকর্ডটি ১৯৯৮ বিশ্বকাপ পর্যন্ত অটুট ছিল।    

এ সম্পর্কিত আরও পড়ুন মারা | গেছেন | ৫ | বিশ্বকাপ | খেলা | প্রথম | ফুটবলার