আর্কাইভ থেকে ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের ঘটনা নিয়ে মুখ খুললেন নেইমার

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের ঘটনা নিয়ে মুখ খুললেন নেইমার
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে খেলার মাঠের থেকে গ্যালারির ঘটনা ছাপিয়ে গেছে পুরো বিশ্ব। গতকাল (বুধবার) মারাকানায় সমর্থকদের দু’পক্ষের মধ্যে মারামারি ও পুলিশের লাঠিচার্জ নিয়ে চলছে নানা আলোচনা। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলাকালে ব্রাজিল সমর্থকদের দুয়োধ্বনি দেওয়া থেকে ঘটনার শুরু। একপর্যায়ে দুই পক্ষের দর্শকদের সামাল দিতে স্থানীয় পুলিশ লাঠিচার্জ করে। আর্জেন্টাইন দর্শকদের পুলিশ পেটাচ্ছে এটা দেখে একপর্যায়ে সতীর্থদের নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান মেসি। ম্যাচ শেষে ব্রাজিলিয়ানদের কটাক্ষও করেছেন মেসি, 'আমরা দেখেছি পুলিশ কীভাবে মানুষের ওপর চড়াও হচ্ছিল। আমাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যও ওখানে ছিল। কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও একই কাজ করেছে তারা (ব্রাজিলের পুলিশ)। মাঠে খেলার চেয়ে সেসবেই তাদের মনোযোগ বেশি থাকে।' এদিকে, চোটের কারণে এই ম্যাচে ছিলেন না নেইমার জুনিয়র। খেলতে না পারলেও ব্রাজিল-আর্জেন্টিনা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি দেখে তিনিও হামলাকারীদের ‘লক্ষ্যবস্তু’ হতে পারতেন বলে আশঙ্কা করেছেন। আল হিলাল তারকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ভালো খেলা ছিল। ক্লাসিক ও বেশ উত্তাপ ছিল। এই ম্যাচ খেললে আমি তো অনেক মার খেতাম। আমার কাছে এটা তালগোল পাকানো এক ম্যাচ মনে হচ্ছিল।’

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাজিলআর্জেন্টিনার | ম্যাচের | ঘটনা | নিয়ে | মুখ | খুললেন | নেইমার