আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ঈদে কেনাকাটা যেভাবে বাড়ছে অবস্থা ভারতের মতো হতে পারে

ঈদে কেনাকাটা যেভাবে বাড়ছে অবস্থা ভারতের মতো হতে পারে

ভারতে যেভাবে করোনা সংক্রমিত হয়েছে, এ থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। জনসমাগম নিয়ন্ত্রণ করতে না পারায় ভারতে এ অবস্থ হয়েছে। আমাদের ঈদে কেনাকাটা য়েভাবে বাড়ছে, আমাদের অবস্থাও তাদের মতো হতে পারে। নতুন জামা আনন্দ দিতে পারে, তবে এটি ট্র্যাজেডিতেও রূপান্তর হতে পারে। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (৬ মে) এক ভার্চুয়াল আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন,  করোনার টিকা সংকট নিয়ে সরকার সচেতন রয়েছে। বিকল্প সোর্স থেকে টিকা আনার ব্যবস্থা করা হচ্ছে। শিগগরিই চীন থেকে টিকা পাওয়া যাবে। ভারতে অ্যাস্ট্রাজেনেকার টিকার ক্রাইসিস আছে। অন্য যেসব দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা তৈরি করে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিদিন আমাদের লিকুইড অক্সিজেন উৎপাদনের সক্ষমতা আছে ১৭০ থেকে ১৭৫ টন। নতুন দুই প্রতিষ্ঠান থেকে যদি আরও ৭০ টন যুক্ত হয়, তাহলে আমাদের সক্ষমতা গিয়ে দাঁড়াবে ২৭০ টনে। যা আমাদের জন্য অনেক বড় শক্তি হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদে | কেনাকাটা | যেভাবে | বাড়ছে | অবস্থা | ভারতের | মতো | হতে | পারে