মাদ্রিদ ডার্বিতে ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়ে রিয়াল মাদ্রিদ। ঠিক এমন সময় রিয়ালের ত্রাতা হিসেবে উপস্থিত ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। ডিবক্সের ভিতরে থাকা পাঁচ জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল পাঠিয়ে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদের জালে। ফলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত সময়ে করিম বেনজমা এবং ভিনিসিয়াস জুনিয়রের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
বৃহপতিবার (২৬ জানুয়ারি) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল মাদ্রিদ শরের দুই জায়ান্ট। ম্যাচের মাত্র ১৯ মিনিটেই অ্যাটলেটিকো মাদ্রিদকে এগিয়ে নেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাত। পিছিয়ে থাকা অবস্থাতেই ম্যাচ চলতে থাকে ৭৯ মিনিট পর্যন্ত।
এমন সময়ে বদলি হিসেবে নামা রদ্রিগোকে প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে ছোট করে পাস দেন মদরিচ। বলে প্রথম স্পর্শেই তিনি ছিটকে ফেলেন দুই পাশে থাকা অ্যাটলেটিকোর দুই ডিফেন্ডারকে।
এরপর এমন অসাধারণ ড্রিবলিং করে এগিয়ে যান বক্সের ভিতর। বক্সে ডুকেই রদ্রিগো দেখতে পান, ছড়িয়ে ছিটিয়ে সেখানে প্রতিপক্ষের পাঁচজন খেলোয়াড়। তাঁকে বাঁধা দিতে আসে দুজন। রদ্রিগো আবার ড্রিবল করে বল নিয়ে চলে যান বক্সের বাঁ দিকে। আতলেতিকোর পাঁচজন খেলোয়াড়কে কোনো পাত্তা না দিয়ে একটু এগিয়ে গিয়ে যান, এরপর ডান পায়ের বুটের সামনের অংশ দিয়ে বল পাঠান জালে।
রদ্রিগোর গোলে ম্যাচ সমতায় ফিরে গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাসে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন করিম বেনজেমা। ম্যাচের শেষ সময় নিচ থেকে একাই বল নিয়ে গিয়ে নিজেও একটি দৃষ্টিনন্দন গোল উপহার দেন ভিনি। ৩-১ ব্যবধান নিয়ে মাঠ ছারে আনচেলত্তির শিষ্যরা।
আরও পড়ুনঃ
গোল শূন্য রোনালদো, সুপার কাপ থেকে দলের বিদায়