আর্কাইভ থেকে ক্রিকেট

‘আমি ছাড়া কি বাংলাদেশ দলের বোলিং চলে না?’

‘আমি ছাড়া কি বাংলাদেশ দলের বোলিং চলে না?’
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে নিয়মত বোলিং করেননি সাকিব আল হাসান। যা নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার সাকিব নিজেই জানালেন তার অনিয়মিত বোলিং করার কারণ। আয়ারল্যান্ডের দুই ইনিংস মিলিয়ে সাকিব হাত ঘুরিয়েছেন মাত্র ১৬ ওভার। প্রথম দিন বল হাতে তুলে নিয়েছিলেন ৬৬ তম ওভারে গিয়ে। অথচ তাইজুল ইসলাম করেছেন ৬৬ ওভার ও মেহেদী হাসান মিরাজ করেছেন ৪৫.২ ওভার। শুক্রবার (৭ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। সেখানে তার বোলিং না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছাড়া কি বাংলাদেশ দলের বোলিং চলে না?’ এর আগে সাকিব জানান ‘বোলিং কাউকে করতেই হবে এমন তো কোনো কথা নেই। আপনার কাছে ৫-৬ রকমের অস্ত্র থাকলে সব সময় সবগুলো ব্যবহার করার দরকার নেই।’ সাকিব আরও বলেন, তিনি ছাড়াও বাংলাদেশের বোলারদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য রয়েছে। তারকা এই ক্রিকেটার বলেন, ‘আমাদের যথেষ্ট বোলার আছে ২০ উইকেট নেওয়ার মতো। তাদের প্রতি আমার বিশ্বাস আছে। বিশেষত এমন একটা জায়গাতে খেলা হয়েছে এ ধরনের পিচে আমরা খুব বেশি খেলি না। প্রথম তিনদিন খুবই ভালো উইকেট ছিল আমি বলবো, মিরপুরে সাধারণত তিনদিন এত ভালো উইকেট থাকে না। এমনকি আজকেও ভালো উইকেট ছিল।’    

এ সম্পর্কিত আরও পড়ুন ছাড়া | বাংলাদেশ | দলের | বোলিং | চলে