আর্কাইভ থেকে জাতীয়

জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু

জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু
আজ রোববার বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হয়েছে। ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের ৫ম অধিবেশন শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এ অধিবেশন আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। অবশ্য স্পিকার চাইলে এই মেয়াদ বাড়াতে-কমাতে পারবেন। গেলো ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ২৪তম অধিবেশন শেষ হয়। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, চলতি অধিবেশনে উত্থাপন ও পাসের জন্য প্রায় ২ ডজন বিল অপেক্ষমান রয়েছে। এর মধ্যে বেশকিছু বিল পাস হবে বলে জানা গেছে। তবে উত্থাপিত কোন বিল পাস না হলে এবং চলতি সংসদের অন্য কোন অধিবেশন না হলে সেগুলো তামাদি হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন জাতীয় | সংসদের | ২৫তম | অধিবেশন | শুরু