পরামর্শ

স্বাস্থ্যের জন্য হিং যতো উপকারী

স্বাস্থ্যের জন্য হিং যতো উপকারী
ফাইবার, ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়াম, কার্বোহাইড্রেটে সমৃদ্ধ হিং বহু শারীরিক সমস্যার দাওয়াই হতে পারে। রোজ সকালে খালি পেটে হিং পানি চুমুক দেয়াই হতে পারে সুস্থ থাকার চাবিকাঠি। জেনে নিন, এই অভ্যাসের কী কী সুফল আছে। ১. হিংয়ের পানি বিপাকহার বৃদ্ধি করে। যারা নিয়মিত হজমের সমস্যায় ভোগেন, তাদের জন্য এই পানীয় মোক্ষম দাওয়াই। হজম ভালো হলে ওজনও থাকে নিয়ন্ত্রণে। কোষ্ঠকাঠিন্য, পেটখারাপ, পেটফাঁপার মতো সমস্যা বাগে আনতে নিয়ম করে এই পানীয়ে চুমুক দিতে পারেন। ২. উচ্চ রক্তচাপের রোগীদের রক্ত জমাট বেঁধে যাওয়ার আশঙ্কা থাকে। হিং রক্ত জমাট বাঁধতে দেয় না। তা ছাড়া রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। ফলে হৃদ্‌রোগের ঝুঁকিও কমে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এই পানীয় বেশ উপকারী। ৩. শীতের শেষে এ বার বসন্ত দুয়ারে। মওসুম বদলের সময় শুকনো কাশি, গলা খুসখুস, শ্বাস নিতে অসুবিধা, নাক বন্ধ থাকা ইত্যাদি সমস্যা লেগেই থাকে। নিয়মিত হিংয়ের পানি খেলে সংক্রমণের ঝুঁকি কমে। মওসুম বদলের সময় হিংয়ের পানি খেলে শরীর ও ফুসফুস, দুই-ই চাঙ্গা থাকে। ৪, ঋতুস্রাবের সময়ে অনেকেই পেশির টান ও অনিয়মিত রক্তক্ষরণের মতো সমস্যায় আক্রান্ত হন। অনেকের মতে, এই সমস্যাগুলি থেকে চটজলদি আরাম পেতে কাজে আসতে পারে হিং। ৫. ঋতু পরিবর্তনের সময়ে ঠাণ্ডা লাগার সমস্যা অনেকেরই হয়। নিয়মিত হিংয়ের পানি খেলে ব্যাক্টেরিয়া সংক্রমণের ঝুঁকি কমে। ঋতুবদলের সময়ে নিয়মিত খেতে পারেন এই পানীয়।

এ সম্পর্কিত আরও পড়ুন স্বাস্থ্যের | জন্য | হিং | যতো | উপকারী