লাইফস্টাইল

ঘরের ভেতরে লাগানো গাছের যত্ন নেবেন যেভাবে

ঘরের ভেতরে লাগানো গাছের যত্ন নেবেন যেভাবে
ঘরের ভিতরে বা বারান্দার এক পাশে ছোট্ট ছোট্ট গাছ। দেখতে কিন্তু বেশ লাগে সঙ্গে জুড়িয়ে যায় প্রাণ। কিন্তু ইট-কাঠ-পাথরের এই শহরে অন্দরমহলের এই গাছ গুলোকে রক্ষা করা সহজ কাজ নয়। ইন্ডোর প্ল্যান্টের যত্ন বেশি প্রয়োজন হয়। আর এক্ষেত্রেই অনেকেই কিছু ভুল করে ফেলেন। ছোট টবে বেশি পানি দিয়ে ফেলা একেবারেই ঠিক না। সব গাছের একই পরিমাণ পানি প্রয়োজন হয় না। কোন গাছে কতটা পানি দিতে হবে তা আগে জেনে নিন। তার পরই পরিমাণমতো পানি দিন। টবের মধ্যে থাকা পানির নিষ্কাশন ব্যবস্থাও ঠিক করে দেখে রাখা প্রয়োজন। অতিরিক্ত পানি জমলে গাছে পচন ধরতে পারে। সেদিকে খেয়াল রাখাও প্রয়োজন। ভেজা মাটি যেন শুকানোর সুযোগও পায়। কখনই এসির নিচে গাছ রাখবেন না। চেষ্টা করুন গাছ রাখার জায়গাটা যাতে এসি থেকে দূরেই থাকে। প্রাকৃতিক হাওয়া-বাতাস ঠিকভাবে পেলেই গাছ ভালোভাবে বাড়তে পারবে। কোন গাছের কোন আকারের টব প্রয়োজন তাও জেনে রাখতে হবে। যে গাছের বেশি মাটি প্রয়োজন তা ছোট টবে রাখলে কখনই বাড়বে না। কিছুদিন পরে দেখবেন পাতা শুকিয়ে আসছে। গাছটি বিবর্ণ হয়ে যাচ্ছে। এমন হলে অবিলম্বে মাটি ও টব পালটে ফেলুন। খেয়াল রাখুন গাছের টবে যেন পোকামাকড় না আসে। এক্ষেত্রে কাঁচা দুধ কিন্তু খুবই উপকারী। কাঁচা দুধের মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন। এতে, পোকামাকড় হবে না। পানিতে কাপড় ভিজিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করুন গাছের পাতা। কাঁচা দুধ তুলোতে ভিজিয়েও এই কাজটি করতে পারেন। এই উপায়ে গাছটি তরতাজা থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঘরের | ভেতরে | লাগানো | গাছের | যত্ন | নেবেন | যেভাবে