আর্কাইভ থেকে বাংলাদেশ

ইয়েমেনে একদিনে বজ্রপাতে নিহত ১৩

ইয়েমেনে একদিনে বজ্রপাতে নিহত ১৩

ইয়েমেনে বিভিন্ন অঞ্চলে একদিনে বজ্রপাতে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৭ জন। গেলো সোমবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজ ও আনাদুলু এজেন্সি।

ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় একাধিক বজ্রপাতের ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে এবং এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত আট জন।

স্থানীয় আরেকটি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের আমরান প্রদেশের একটি শেষকৃত্যানুষ্ঠানে বজ্রপাত হলে ছয় জন নারীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ১৩ জন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চরম প্রাকৃতিক দুর্যোগ দেশটির ২২ প্রদেশের মধ্যে অন্তত ১৬টি প্রদেশে আঘাত হেনেছে।

গেলো ৮ বছর ধরে দেশটিতে চলা গৃহযুদ্ধের কারণে ইয়েমেনের প্রয়োজনীয় অবকাঠামোর ব্যাপক অভাব রয়েছে। এর ফলে, ইয়েমেনিদের মৌলিক সেবাগুলো চরমভাবে হ্রাস পেয়েছে এবং চরম আবহাওয়ার সময় তাদের দুর্ভোগ ক্রমশ বেড়েই চলেছে।

কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন ইয়েমেনে | একদিনে | বজ্রপাতে | নিহত | ১৩