২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে খরচ বেড়েছে মোবাইলফোনে কথা বলা ও ইন্টারনেট সেবায়। ফলে ১০০ টাকা মোবাইল রিচার্জে গ্রাহককে ৫৬ টাকার বেশি কর দিতে হবে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সই করা এক অধ্যাদেশে এ ঘোষণা দেয়া হয়।
জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়। এর সঙ্গে কার্যকরী ভ্যাট ১৮ শতাংশ এবং সারচার্জ আছে এক শতাংশ। এছাড়াও সিম কর, রাজস্ব ভাগাভাগিসহ অন্যান্য কর মিলিয়ে ১০০ টাকার রিচার্জে সাড়ে ৫৪ টাকা নেয় সরকার।
এর ৬ মাস পর বর্তমানে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এতে ১০০ টাকায় ৫৬ টাকার বেশি কর দিতে হবে গ্রাহককে। বছরে অন্তত ১ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সরকার।
এদিকে বিটিআরসির সবশেষ তথ্যমতে, গেল অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে প্রায় ৪০ লাখ।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘শুল্ক বাড়ানোর উদ্যোগে মানুষ মোবাইলে কথা বলা কমাতে পারে। এতে রাজস্ব আরও কমে যেতে পারে।’
আই/এ