মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া্ হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বৈধ ও আন্তর্জাতিক আইনসম্মত, যা কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। তিনি আরও বলেন, অন্য দেশকে হুমকি দেওয়া জাতিসংঘ সনদের লঙ্ঘন।
সোমবার(১৭ ফেব্রুয়ারি) ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন এ তথ্য জানায়।
গ্যালো রোববার যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানের ঘোষণা দেয়ার পরই পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দেয় তেহরান।
ওই সংবাদ সম্মেলনে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ছত্রছায়ায় গড়ে ওঠা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মোকাবিলার জন্য ইসরাইল প্রস্তুত।
একই সুর মিলিয়ে মার্কো রুবিও বলেন, হামাস, হিজবুল্লাহ, সিরিয়া কিংবা ইরাকি মিলিশিয়াদের পেছনে একটি সাধারণ শক্তি রয়েছে, আর তা হলো ইরান। এই শক্তিকে অবশ্যই মোকাবিলা করতে হবে।
নেতানিয়াহু ও রুবিওর ওই বক্তব্যের সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আরও বলেন, আপনারা একদিকে ইরানকে হুমকি দেবেন, অন্যদিকে সংলাপের কথা বলবেন—এটা কেমন নীতি?
অন্যকে হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বাঘাই আরও বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, গেলো তিন দশক ধরে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য হিসেবে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনা করছে ইরান এবং এতে কোনো ছাড় দেওয়া হবে না।
এমআর//