আর্কাইভ থেকে ক্রিকেট

হৃদয়ের হৃদয়ভঙ্গ

হৃদয়ের হৃদয়ভঙ্গ
শনিবার (১৮ মার্চ)  আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছিল ডান হাতি ব্যাটার তৌদিহ হৃদয়ের। অভিষেক হিসেবে খেলতে নেমেই তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে সংস্করণে তুলে নিয়েছিলেন হাফ সেঞ্চুরি। হৃদয়ের আগে বাংলাদেশি হিসেবে নাসির হোসেন  ও ফরহাদ  রেজা গড়তে পেরেছিলেন এই রেকর্ড। এরপর প্রথম বাংলাদেশি হিসেবে অভিষেক সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে মাত্র ৮ রান দূরে থেকে হৃদয় ভঙ্গ হয় হৃদয়ের। দলীয় ২৯৭ রানের মাথায় হিউমের ভেতরের দিকে ঢোকা ক্রস সিমের বলটা লেগ সাইডে খেলতে গিয়ে বেসামাল হয়েছিলেন একটু, লাইন মিস করে হয়েছেন বোল্ড।  সেঞ্চুরি না পেলেও হৃদয়ের ইনিংসটি দুর্দান্তই, ৮৫ বলের ইনিংসে ৮টি চারের সঙ্গে মেরেছেন ২টি চার। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে জার্সিতে ১৪০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হলো হৃদয়ের। এই সংস্করণের ক্রিকেটে সর্বশেষ গত বছরের আগস্টে অভিষেক হয়েছিল ইবাদত হোসেনের। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে হৃদয়কে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ২০২০ বিশ্বকাপ জয়ী দলের একাদশে ছিলেন তিনি। মূলত যুবাদের সেই বিশ্ব আসরে পারফর্ম করেই নজরে আসেন তিনি। এরপরই বিসিবির এইচপি দলের হয়েও খেলার সুযোগ পান হৃদয়।

এ সম্পর্কিত আরও পড়ুন হৃদয়ের | হৃদয়ভঙ্গ