আর্কাইভ থেকে দেশজুড়ে

নরসিংদীতে ১৫ শয্যার ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন

নরসিংদীতে ১৫ শয্যার ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন
নরসিংদীতে জেলা সদর হাসপাতালে ১৫ শয্যার নতুন ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেছেন সিভিল সার্জন ও হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ নূরুল ইসলাম ও আবাসিক  চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোঃ মাহামুদুল কবীর বাসার। বুধবার (২ আগস্ট) সকালে ডেঙ্গু রোগে আক্রান্ত নারী ও শিশুদের জন্য অস্থায়ী ভিত্তিতে এ ওয়ার্ডটি চালু করা হয়েছে। উদ্বোধনকালে সিভিল সার্জন জানান, "ডেঙ্গু রোগীর সংখ্যা এখন নরসিংদীতে প্রতিদিন বাড়ছে। আগামীতে আরও বাড়তে পারে। এ কারণে সতর্কতা অবলম্বন করে আজ নরসিংদী জেলা সদর হাসপাতালে ১৫ শয্যার ডেঙ্গু ওয়ার্ড চালু করা হলো। প্রয়োজন সাপেক্ষে আমরা শয্যা সংখ্যা বাড়াবো"। এসময় হাসপাতালের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গেলো ২৪ ঘন্টায় নরসিংদীতে নতুন ডেঙ্গু শনাক্ত ৪৫ জনের। চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় মোট ৪২৯জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলেও জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের।

এ সম্পর্কিত আরও পড়ুন নরসিংদীতে | ১৫ | শয্যার | ডেঙ্গু | ওয়ার্ড | উদ্বোধন