আর্কাইভ থেকে ক্রিকেট

রিজার্ভ ডেতে গড়ালো ভারত-পাকিস্তান ম্যাচ

রিজার্ভ ডেতে গড়ালো ভারত-পাকিস্তান ম্যাচ
এশিয়া কাপে সুপার ফোরের হাইভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচে বৃষ্টি বাধা দিবে তা আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। যদিও নির্ধারিত সময়ে টসের পর খেলাও শুরু হয়েছে নির্ধারিত সময়ে। তবে ২৪.১ ওভার খেলার শেষ বাগড়া দেয় বৃষ্টি।  যার কারণে আজ রোববার আর খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি।  ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে। নিয়ম অনুযায়ী, আগামীকাল সোমবার এখান থেকেই শুরু হবে ভারতের ব্যাটিং। বাংলাদেশ সময় ৩-৩০ মিনিটেই শুরু হবে খেলা। বৃষ্টি হানা দেওয়ার আগে ২৪.১ ওভার শেষে ভারত সংগ্রহ করেছিল ২ উইকেট হারিয়ে ১৪৭ রান। ৮ রান নিয়ে উইকেটে ছিলেন বিরাট কোহলি। অপর অপরাজিত ব্যাটার লোকেশ রাহুলের সংগ্রহ ছিল ১৭ রান। এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেছে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। দুজনে মিলে গড়েন ১২১ রানের জুটি। তবে শাবাব খানের আঘাতে ভেঙ্গে যায় সেই জুটি। ১৭ তম ওভারে ৪৯ বলে ৫৬ করা ভারতীয় অধিনায়ক রহিত শর্মাকে ফিরিয়ে দেন শাদাব। রোহিত আউট হওয়ার পর টিকতে পারেননি শভমানও। ১৮ তম ওভারে শাহীন শাহ আফ্রিদির শিকার হয়ে ৫২ বলে ৫৮ করে প্যাভিলিয়নের পথ দেখলেন শুভমান।

এ সম্পর্কিত আরও পড়ুন রিজার্ভ | ডেতে | গড়ালো | ভারতপাকিস্তান | ম্যাচ