আর্কাইভ থেকে ফুটবল

জার্মানির কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনা

জার্মানির কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনা
এই শতাব্দীতে বিশ্বকাপে আর্জেন্টিনাকে বেশি কাঁদিয়েছে কোন দল? এমন প্রশ্ন করলে কোন সন্দেহ ছাড়াই উত্তর আসবে জার্মানির নাম। ২০০৬ থেকে শুরু এরপর টানা তিন বিশ্বকাপে আর্জেন্টিনাকে ব্যথার সাগরে ভাসতে হয়েছে জার্মানির কাছে হেরে। যার মধ্যে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে মারাকানার সেই মুহূর্ত এখনো হয়তো যন্ত্রণা দেয় আর্জেন্টিনাদের। বড়দের পর এবার ছোটদের বিশ্বকাপেও আর্জেন্টাইনদের কাঁদালো জার্মানরা। জাভার সুরাকার্তায় টাইব্রেকারে জার্মানির কাছে ৪-২ ব্যবধানে হেরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো আর্জেন্টিনাকে। বয়সভিত্তিক এই টুর্নামেন্টটিতে এখনো ফাইনাল খেলতে পারেনি আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে সেমিতে পা রেখে ফাইনালে স্বপ্ন দেখেছিল আলবিসেলস্তারা। তবে তার পূরণ হলো না মেসির দেশের জুনিয়রদের। নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা সময়ের লড়াইটা অবশ্য ছিল রোমাঞ্চে ঠাসা। ৯ মিনিটে প্যারিস ব্রুনারের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে বিরতিতে যাওয়ার আগে জোড়া গোল করে আর্জেন্টিনাকে রুবের্তো। ৫৮ মিনিটে সেই ব্রুনারের গোলেই সমতায় ফেরে জার্মানি। এরপর ৬৯ মিনিটে ম্যাক্স মোরস্টেটের গোলে আরেক দফা এগিয়েও যায় জার্মানি। কিন্তু যোগ করা সময়ে আর্জেন্টিনা আবারও নাটকীয় প্রত্যাবর্তন করে। রেফারি শেষ বাঁশি বাজানোর কয়েক সেকেন্ড আগে নিজের হ্যাটট্রিক পূরণ করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান রুবের্তো। ফিফার নিয়মানুযায়ী, বয়সভিত্তিক এই বিশ্বকাপের নকআউট পর্বে অতিরিক্ত সময় না থাকায় সরাসরি খেলা চলে যায় টাইব্রেকারে, পেনাল্টি শুটআউটে। সেখানে পাঁচ শটের চারটিতে গোল করেন জার্মানি। অন্যদিকে আর্জেন্টাইনদের নেওয়া চার শটের প্রথম দুটিই রুখে দেন জার্মান গোলরক্ষক কনস্টানটাইন হেইডে। শেষপর্যন্ত ৪-২ ব্যবধানে হেরে কখনোই ফাইনালে উঠতে না পারা আর্জেন্টিনা এ নিয়ে ছয়বার সেমিফাইনালের বাধা টপকাতে ব্যর্থ হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন জার্মানির | কাছে | টাইব্রেকারে | হেরে | বিশ্বকাপ | বিদায় | আর্জেন্টিনা