বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক নুরুল হাসান সোহানের এশিয়া কাপ খেলা হচ্ছে না।
আজ সোমবার(৮ আগস্ট) সিঙ্গাপুরে বাঁ হাতের তর্জনিতে পাওয়া চোটের সফল অস্ত্রপাচার শেষে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাঁ-হাতের তর্জনিতে চোট পেয়েছিলেন তিনি।
জানা গেছে, পুরোপুরি সুস্থ হতে আরও ৩ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে সোহানকে। তাই এবারের আসরে তাকে বাদ দিয়েই দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাঁ-হাতের তর্জনির ইনজুরিতে পড়েন সোহান। চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয় তাকে।
অস্ত্রোপচার করানোর কারণে তিন-চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই আগামী ২৭ আগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপে তাকে আর দেখা যাবে না।