আর্কাইভ থেকে খেলাধুলা

দুটি কিডনী প্রায় বিকল স্বর্ণপদক জয়ী সোবহানের

দুটি কিডনী প্রায় বিকল স্বর্ণপদক জয়ী সোবহানের
রংপুরের আব্দুস সোবহান। ছোট বেলাতেই বাবা-মা মারা গেছেন। দু:সম্পর্কের এক চাচার বাসায় বড় হয়েছেন তিনি। শখের বসে শুটিং প্রশিক্ষণ নিয়েছিলেন রংপুর রাইফেলস্ ক্লাবে। গেল ৩ মার্চ শেখ কামাল যুব গেমসে জিতেছিলেন স্বর্ণ পদক।  পেয়েছিলেন নানা অনুপ্রেরণা। তবে নিয়তির কী অদ্ভুত খেলা!  হঠাৎ সেবাহানের জীবনে নেমে এলো কালো ছায়া। রংপুর বিভাগের হয়ে সোবাহান স্বর্ণ পদক জয়ের ফলে আয়োজিত সংবর্বধনা অনুষ্ঠানের আগে জানা যায় সোবহানের দুটি কিডনী প্রায় নষ্ট। বর্তামনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন শুটার আব্দুস সোবহান। দুদিন আগেও লাল-সবুজের জার্সি গায়ে বিশ্ব জয়ের স্বপ্ন যাকে তাড়া করতো। এখন সেই সোবহানের শরীরে জেগে বসেছে মরণ ব্যাধি।অলিম্পিকে স্বর্ণ জয়ের আকাঙ্ক্ষা ছাপিয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সোবহান। বেঁচে থাকা তার জন্য এখন বড় চ্যালেঞ্জ। সোবহানকে বাঁচাতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন রংপুর রাইফেলস ক্লাব ও সর্তীর্থরা এবং তার এলাকাবাসী।    

এ সম্পর্কিত আরও পড়ুন কিডনী | প্রায় | বিকল | স্বর্ণপদক | জয়ী | সোবহানের