আর্কাইভ থেকে ফুটবল

পিএসজির প্রমো ভিডিওতে নেই মেসি-নেইমার, ক্ষুব্ধ এমবাপ্পে

পিএসজির প্রমো ভিডিওতে নেই মেসি-নেইমার, ক্ষুব্ধ এমবাপ্পে
সময়টা একদম ভালো যাচ্ছে না পিএসজির। একের পর এক ম্যাচ হেরে দলটি বিদায় নিচ্ছে সব আসর থেকে। লিগ টেবিলের শীর্ষে থাকলেও যে খুব সুবিধাজনক অবস্থানে আছে সেটাও বলার উপায় নেই। এছাড়াও বেশ কিছুদিন থেকেই গুঞ্জন ক্লাব ছাড়বেন লিওনেল মেসি। এরই মধ্যে দলটির প্রচারের জন্য বানানো একটি প্রমো ভিডিও বানানো হয়েছে। যেখনে রাখা হয়নি মেসি ও নেইমার। যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিষয়টি নিয়ে খোদ এমবাপেও ক্ষোভ প্রকাশ করেছেন। একইসঙ্গে প্যারিসিয়ান ক্লাবকে ‘কিলিয়ান সেইন্ট জার্মেই’ বানাতে নিষেধ করেন এই ফরাসি তারকা। ২০২৩-২৪ মৌসুমের টিকিট নবায়নের ব্যাপারে ওই ভিডিও প্রকাশ করে পিএসজি। ব্যাক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষুব্ধ এমবাপে লেখেন, ‌‘ক্লাবের ২০২৩-২৪ মৌসুমের টিকিটের ভিডিও আমি দেখলাম। এই ভিডিওর ব্যাপারে আমাকে কখনোই জানানো হয়নি। আর আমি এই ভিডিওর সঙ্গে একমত না। পিএসজি একটি বড় ক্লাব ও বড় পরিবার। তবে শুধুই কিলিয়ান সেইন্ট জার্মেই না।’ এমবাপের প্রতিবাদের পরই সেই ভিডিও সরিয়ে ফেলেছে পিএসজি।  

এ সম্পর্কিত আরও পড়ুন পিএসজির | প্রমো | ভিডিওতে | নেই | মেসিনেইমার | ক্ষুব্ধ | এমবাপ্পে