লাইফস্টাইল

বারবার গলা শুকিয়ে যাওয়া, যে রোগের ইঙ্গিত দেয়

বারবার গলা শুকিয়ে যাওয়া, যে রোগের ইঙ্গিত দেয়
গরমে অতিরিক্ত ঘাম হওয়ায় কিংবা পরিশ্রমের পর পানি পিপাসা পাওয়া স্বাভাবিক। তবে কোনো কারণ ছাড়াই বারবার গলা শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে কঠিন রোগের লক্ষণ। চিকিৎসা বিজ্ঞান বলছে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হিসেবে বারবার গলা শুকিয়ে যেতে পারে। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে লালায়নের পরিমাণ কমে যায়, যার ফলে মুখ ও গলা শুকিয়ে যায়।

বারবার পানি পান করার ইচ্ছা

ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ফলে প্রস্রাবের পরিমাণও বেড়ে যায়। প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যাওয়ার ফলে রোগী বারবার পানি পান করতে চায়।

বারবার প্রস্রাব করা

ডায়াবেটিসের অন্যতম প্রধান লক্ষণ হলো বারবার প্রস্রাব করা। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কিডনি গ্লুকোজকে শোষণ করতে পারে না এবং প্রস্রাবের মাধ্যমে তা শরীর থেকে বেরিয়ে যায়।

অতিরিক্ত ক্ষুধা

ডায়াবেটিস রোগীদের শরীরে কোষগুলোতে গ্লুকোজ প্রবেশ করতে না পারার ফলে ক্ষুধা বেড়ে যায়।

সতর্কতা

উপরোক্ত লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন। স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করুন।

মনে রাখবেন

বারবার গলা শুকিয়ে যাওয়া ডায়াবেটিসের একমাত্র লক্ষণ নয়। অন্যান্য কারণেও গলা শুকিয়ে যেতে পারে। তাই সঠিক রোগ নির্ণয়ের জন্য ডাক্তারের পরামর্শ নেয়া জরুরি।

এ সম্পর্কিত আরও পড়ুন বারবার | গলা | শুকিয়ে | যাওয়া | রোগের | ইঙ্গিত | দেয়