আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৩৩ কোটি লোকের হাতে ৩৯ কোটি বন্দুক!

যুক্তরাষ্ট্রে ৩৩ কোটি লোকের হাতে ৩৯ কোটি বন্দুক!
আবারও বন্দুক সহিংসতায় রক্তাক্ত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। কিংসিটির একটি আবাসিক ভবনে এক অনুষ্ঠানে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালায় বন্দুকধারীরা।কেড়ে নেয় চার জনের প্রাণ।আহত করে বেশ কয়েক জনকে।এর আগে গত ১১ ফেব্রুয়ারি একই রাজ্যের হান্টিংটন পার্ক এলাকায় বন্দুক হামলায় ঝরে যায় ৪ প্রাণ। বিশ্বের অন্যতম পরাশক্তি ধর দেশটিতে কেন বারবার বন্দুক হামলা হচ্ছে তা খতিয়ে দেখা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই গোলাগুলিতে মারা যাচ্ছে কেউনা কেউ।হাসপাতালে ছটফট করছেন অনেকে। যুক্তরাষ্ট্রে অস্ত্রের ব্যবহার নিয়ে কাজ করা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ নামের একটি সংস্থার ওয়েব সাইট বলছে, চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬৮টি বন্দুক হামলা হয়েছে।আর বন্দুক দিয়ে গণহত্যার ঘটনা ঘটেছে ৮টি। এছাড়া বন্দুকের গুলিতে ১১৬টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। যেসব বন্দুক সহিংসতায় চারজন বা তার বেশি বেশি লোক নিহত হন সেটিকে ম্যাস শুটিং বা গণহত্যা বলা হয়। ওই সংস্থাটি বলছে, চলতি বছরের শুরু থেকে ৩ মার্চ পর্যন্ত বন্দুক সহিংসতায় ২ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আহত হয়েছেন ৪ হাজার ৭৮১ জন। নিহতদের মধ্যে শিশু ও কিশোরের সংখ্যা ২৪৪ জন। আর আহত হয়েছেন প্রায় সাড়ে ৫শত। গত বছরে বন্দুক হামলা ও সহিংসতার চিত্র ছিল আরও ভয়াবহ। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ২০২৩ সালে আমেরিকায় বন্দুক সহিংসতায় ৪০ হাজারের বেশি লোক নিহত হয়েছে। সেই হিসেবে প্রতিদিন দেশটিতে ঝরছে ১১৮জনের প্রাণ। নিহতদের মধ্যে ২৭৬ জনশিশু ও ১ হাজার ৩০৬ জন কিশোর। শুধুমাত্র বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন সাড়ে ২২ হাজারের বেশি মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রে কেন বারবার ঘটছে বন্দুক হামলা? গান ভায়োলেন্সের পরিসংখ্যান বলছে, দেশটির ৩৩ কোটি নাগরিকের হাতে ৩৯ কোটি বন্দুক রয়েছে।সেদেশে আইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার সুযোগ প্রায় অবাধ।বিশ্লেষকরা ধারণা করছেন একারনেই এসব ঘটনা ঘটেছে। তারা বলছেন, এসব ঘটনার মূলকারণ বিনামূল্যে আগ্নেয়াস্ত্র পাওয়ার সুবিধা। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি বিভিন্ন সময়ে উঠলেও অস্ত্রপ্রস্তুতকারক  ও ব্যবসায়ীদের কারণে তা টেকেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে নাগরিকরা আইনত প্রকাশ্যে বা গোপনে আগ্নেয়াস্ত্র বহন করতেপারে। দেশটির ১২টি রাজ্য লাইসেন্স বা অনুমতি ছাড়াই প্রকাশ্যে গোপন অস্ত্র বহন করার স্বাধীনতা রয়েছে। ৩০টি রাজ্যে প্রকাশ্যে হ্যান্ডগান বহনের অধিকা রয়েছে।বর্তমানে ৪৫টি রাজ্যে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি রয়েছে। মাত্র সাতটি রাজ্যে মানুষকে আগ্নেয়াস্ত্র বহন করার প্রয়োজনীয়তা দেখাতে হয়। এসব কারণে বন্দুক সহিংসতার ঘটনা কোনোভাবেই থামছেনা।   বন্দুক সহিংসতা কমানোর আরেকটি ধাপ হলো-আইন প্রণয়নের মাধ্যমে বন্দুক কেনা-বেচা নিয়ন্ত্রণকরা। বাইডেন প্রশাসন এর আগে কয়েকবার বন্দুকের সহজলভ্যতা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের উদ্যোগ নিলেও প্রত্যেকবারই তা ঠেকিয়ে দিয়েছেন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনেটিটিভস এবং উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান আইন প্রণেতারা। বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে বাইডেন প্রশাসন নতুন দপ্তর খোলার ঘোষণা দিলেও এখনও কার্যক্রম শুরু হয়নিবন্দুক হামলার লাগাম টানতে ব্যবস্থা গ্রহণে তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। জো বাইডেন চান, অ্যাসল্ট ওয়েপনস নিষিদ্ধ করা, অস্ত্রের জন্য আবেদনকারীর অতীত বৃত্তান্ত বিস্তারিত খতিয়ে দেখা এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের অন্যান্য পদক্ষেপ গ্রহণ করতে। বাইডেন বলেন, বন্দুক হামলায় স্তব্ধ দেশ’। তিনি প্রশ্ন তোলেন, ‘আর কত প্রাণের বিনিময়ে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র আইন পরিবর্তন আসবে?      

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | ৩৩ | কোটি | লোকের | হাতে | ৩৯ | কোটি | বন্দুক