আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: ফাইল

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ ১৫ মাস পর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা। আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে চলেছে।

আন্তোনিও গুতেরেস, ‘আমি মধ্যস্থতাকারীদের- মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র- এই চুক্তির মধ্যস্থতায় তাদের নিবেদিত প্রচেষ্টার জন্য প্রশংসা করছি। কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য তাদের অটল প্রতিশ্রুতি এই অগ্রগতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি সকল পক্ষকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য এবং এই চুক্তিটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হওয়াটা নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি।‘

গুতেরেস বলেন, ‘এই সংঘাতে যে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে তার প্রশমন করাই আমাদের অগ্রাধিকার। জাতিসংঘ এই চুক্তি বাস্তবায়নকে সমর্থন দিতে এবং অসংখ্য ফিলিস্তিনি যারা দুর্ভোগের শিকার তাদের জন্য মানবিক ত্রাণ বৃদ্ধি করতে প্রস্তুত।‘

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘আমরা গুরুতর চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার সম্মুখীন হবো এটা জেনেও আমাদের পক্ষ থেকে আমরা তাই-ই করব যা মানবিক ভাবে সম্ভব। আমরা আশা করি আমাদের এই প্রচেষ্টার পাশাপাশি অন্যান্য মানবিক সংগঠন, বেসরকারি ক্ষেত্র ও দ্বিপাক্ষিক উদ্যোগও এ ধরনের প্রচেষ্টা চালাবে।‘

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গুতেরেস আহ্বান জানান, ইসরাইল ও ফিলিস্তিনিদের জন্য দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধান যেন তারা ভুলে না যায়।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিন | আন্তোনিও গুতেরেস | জাতিসংঘ মহাসচিব