শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমারে মরদেহের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ। মিয়ানমারের জান্তা সরকারের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ৬৪৪ জন। আহত প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এখনো অনেকের খোঁজ মেলেনি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভূমিকম্পে তছনছ হয়ে গেছে বাংলাদেশের প্রতিবেশী এই দেশটির বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা ১৬০০-র গণ্ডি ছাড়িয়ে গেছে শনিবারই।
মিয়ানমারে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ চলছে। অনেকেই এখনো ধ্বংসস্তূপে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ভূমিকম্পে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বহু বাড়ি, মসজিদ এবং অন্যান্য ভবন ধূলিসাৎ হয়ে গেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মান্দালয়ের অনেক এলাকায় এখনও উদ্ধারকারী দল পৌঁছোতে পারেনি। উদ্ধারকাজে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতিও সেখানে নেই। শনিবার সেখানে খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর মরিয়া চেষ্টা করতে দেখা গিয়েছে অনেককে।
যারা আটকে আছেন, তাদের বাঁচাতে বহু মানুষ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। আমেরিকার জিওলজিক্যাল সার্ভিসের অনুমান, মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ১০ হাজারের গণ্ডি।
প্রসঙ্গত, গেলো শুক্রবার সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। তার পর কয়েক মিনিটের ব্যবধানে ‘আফটারশক’ হয় ছয় দশমিক সাত মাত্রার। ওই দিন ১০ ঘণ্টায় পর পর ১৪টি ‘আফটারশক’হয়।
এমআর//