আর্কাইভ থেকে ফুটবল

আর্জেন্টিনাকে ১৩-৫ গোল হারিয়ে কোপা জিতলো ব্রাজিল

আর্জেন্টিনাকে ১৩-৫ গোল হারিয়ে কোপা জিতলো ব্রাজিল
আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিচ সকার কোপা আমেরিকায় স্বাগতিকদের উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টির তৃতীয় শিরোপা উঁচিয়ে ধরলো সেলেসাওরা। এর আগে ২০১৬, ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। রোববার (১৯ মার্চ) রাতে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১৩-৫ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। এর আগে টুর্নামেন্টের গ্রুপপর্বেও দেখাতেও ৮-২ ব্যবধানে হেরছিল আর্জেন্টাইনরা। প্রতিশোধের সুযোগে মাঠে নেমে উল্টো বড় ব্যবধানে হারে মেসির দেশ। খেলার শুরু থেকেই আধিপত্য বজায় রেখ রাখে ব্রাজিল। প্রথমার্ধেই ৫-০ লিডে এগিয়ে থেকে মাঠ ছাড়ে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে ফিলিপে দুইটি আর এডসন হাল্ক, জে লুকাস ও জর্ডান করেন একটি করে গোল। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে উঠে ব্রাজিলের বিচ ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে আরও ৮টি গোল দেয় নেইমারের দেশ। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল আর্জেন্টিনা। তবে গোল ব্যবধান কমানো ছাড়া কোনো ফল পায়নি তাঁরা। শেষ পর্যন্ত ১৩-৫ গোল ব্যবধানের জয় নিয়ে চার আসরের তিন আসরেই চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করে ব্রাজিল।  

এ সম্পর্কিত আরও পড়ুন আর্জেন্টিনাকে | ১৩৫ | গোল | হারিয়ে | কোপা | জিতলো | ব্রাজিল