আর্কাইভ থেকে ক্রিকেট

টি-টোয়েন্টিতে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতলো দঃআফ্রিকা

টি-টোয়েন্টিতে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতলো দঃআফ্রিকা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতলো দঃআফ্রিকা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে জনসন চার্লসের ৩৯ বলে সেঞ্চুরিতে ২৫৮ রান সংগ্রহ করে ক্যরিবিয়ানরা। জবাবে ৭ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-২০-র ইতিহাসে এটাই সবচেয়ে বেশী রান তাড়া করে জেতার নজির। শুধু রান তাড়ার দিক থেকেই নয়, দুই দল মিলিয়ে ম্যাচে ৫১৭ রান আর ৩৭ ছক্কাও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড। রোববার সুপারস্পোর্ট পার্কে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ২ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর চার্লসের ১১ ছয় ও ১০ চারে ৪৬ বলে ১১৮ রানের সুবাদে ২৫৮ রান সংগ্রহ করে ক্যরিবিয়ানরা। পাহাড় সমান রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বল থেকেই মেরে খেলার তালে ছিলেন কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিকস। আকিল হোসেন আর জেসন হোল্ডারের করা প্রথম ১৮ বলের ১২টিই চলে যায় বাউন্ডারি বাইরে। ৫ ওভারেই দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে রান জমা হয় ৯২। মাত্র ১৫ বলে পঞ্চাশ পূর্ণ করেন ডি কক।  পাওয়ার প্লের মধ্যে ১০২ রান তুলে ফেলা প্রোটিয়াদের রান ১০ ওভারে শেষে দাঁড়ায় বিনা উইকেটে ১৪৯-এ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের প্রথম দশ ওভারে এটিই সর্বোচ্চ রান। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় প্রোটিয়ারা।

এ সম্পর্কিত আরও পড়ুন টিটোয়েন্টিতে | রেকর্ড | রান | তাড়া | করে | ম্যাচ | জিতলো | দঃআফ্রিকা