আর্কাইভ থেকে দেশজুড়ে

র‌্যাবের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কুমিল্লায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিশেষ অভিযানে নগরীর রেইসকোর্স এলাকা থেকে ১৮ হাজার ৬শ’ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গতকাল (১৫ মে) সন্ধ্যায় নগরীর রেসকোর্স এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ১৮ হাজার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার সদর উপজেলার গোলাবাড়ী গ্রামের আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে দেলোয়ার হোসেন ভূঁইয়া (৩২), একই উপজেলার ধর্মপুর। গ্রামের কাজী মঈনউদ্দিনের ছেলে কাজী মহিউদ্দিন নাজমুল (৩২), নগরীর রেইসকোর্স এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন হিমেল (৩২) এবং একই জেলার বুড়িচং উপজেলার মজলিশপুর গ্রামের মৃত কাজী এমদাদুল হকের ছেলে নাজমুল হক (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন র‌্যাবের | অভিযানে | ৪ | মাদক | ব্যবসায়ী | গ্রেপ্তার