আর্কাইভ থেকে দেশজুড়ে

নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) জেলার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বামনডাঙ্গা ইউনিয়নের মাস্টারপাড়ায় প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফরোজা বারী এই সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিউল ইসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, মো. চাঁদ মিয়া, শাহ রনজু, উদয় নারায়ন সরকার, মো. ইউনুস আলী সরকার, গণেশ চন্দ্রশীল, রতন মিয়া, ফিরোজ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে ২২ জন প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন ও ২০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় আফরোজা বারী বলেন, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দুর্গ। এই দুর্গে মহাজোটের কোন প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে এখানকার মানুষ অনেক এগিয়ে গেছে। এখানে নৌকা মার্কার গণজোয়ার বইছে। কেউ নৌকা মার্কার বিজয় ঠেকাতে পারবে না। তাই এখানকার আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহবান জানান। এর আগে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফরোজা বারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। এসময় আফরোজা বারী বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নের লাঠশালার চরে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ নির্মাণ করা হয়েছে। যার ফলে সেখানকার বিদ্যুৎ জাতীয় গ্রিডে অন্তর্ভুক্ত হয়েছে। হরিপুর ইউনিয়নের হরিপুর থেকে চিলমারী পর্যন্ত এলজিইডির বাস্তবায়নাধীন নির্মিত প্রায় ১৫০০ মিটার দীর্ঘ সেতুর খুব শীঘ্রই চালু হবে। এই সেতু চালু হলে সুন্দরগঞ্জ তথা গাইবান্ধা জেলার সাথে উত্তর ও দক্ষিণ জেলাসহ রাজধানীর যোগাযোগ সহজতর হবে। এ এলাকার অর্থনৈতিক দুয়ার খুলে যাবে। সুন্দরগঞ্জে যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন, আশ্রয়ন প্রকল্পে গৃহহীনদের ঘর প্রদান, স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করা হচ্ছে। যার সুফল সুন্দরগঞ্জবাসি পাচ্ছে। তাই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।  

এ সম্পর্কিত আরও পড়ুন নারীদের | সেলাই | মেশিন | ও | প্রতিবন্ধীদের | হুইল | চেয়ার | বিতরণ