আর্কাইভ থেকে ক্রিকেট

প্রথমবার জিতলেন ম্যাচসেরার পুরস্কার, যা বললেন শান্ত

প্রথমবার জিতলেন ম্যাচসেরার পুরস্কার, যা বললেন শান্ত
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে হেসে খেলে জয় তুলে নিয়েছে টাইগাররা। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারানোর আনন্দ পেল সাকিব আল হাসানের দল। আর এই জয়ের নায়ক ওয়ানডাউনে খেলতে নামা নাজমুল হোসেন শান্ত। ধীরগতির ব্যাটিংয়ের কারণে দীর্ঘদিন ধরেই সমর্থকদের সমালোচনার শিকার হয়ে আসছিলেন শান্ত। এ নিয়ে বেশ কয়েকবার হতাশাও প্রকাশ করেছেন এই টাইগার ব্যাটার। সেই শান্ত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে ৩০ বলে খেলেছেন ঝোড়ো ৫১ রানের ইনিংস। তার এই বিধ্বংসী ইনিংস ঘুরিয়ে দিয়েছিল ম্যাচের পথ। আর সেই পথ ধরেই জয় তুলে নেয় বাংলাদেশ। আর তাই তো ম্যাচসেরার পুরস্কার জুটেছে শান্তর কপালে। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি শান্তর প্রথম ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ সেরার পুরস্কার পেয়ে শান্ত জানালেন তার ব্যাটিং কৌশল নিয়ে কিছু কথা। এছাড়াও সতীর্থদের প্রশংসা করে তিনি বলেন, ‘তৌহিদ আসলেই ভালো ব্যাটিং করেছে। আমি ইংলিশ বোলারদের বল ভালোকরে দেখে শট খেলেছি। সব বোলার যেভাবে বোলিং করেছে, তা ছিল অসাধারণ। আমাকে স্বাভাবিকভাবে ব্যাট করতে হয়েছে। রনি ও লিটনের শুরুটা ভালো ছিল। তারা অন্য ব্যাটারদের সাহায্য করেছে।’ জস বাটলারদের বিপক্ষে দলীয় ৩৩ রানে মাথায় প্রথম উইকেট পতনের পর ব্যাট হাতে মাঠে নামেন শান্ত। এরপর ২৭ বলে তুলে নেন ফিফটি। লিটনকে নিয়ে ১০ রানের ও হৃদয়কে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত ৩০ বলের ইনিংসে ৮টি চার হাঁকিয়ে করেন ৫১ রান।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রথমবার | জিতলেন | ম্যাচসেরার | পুরস্কার | শান্ত