আন্তর্জাতিক

গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান তুরস্কের, যা বললেন প্রেসিডেন্ট এরদোয়ান

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

তুরকের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান।  প্রস্তাবের নিন্দা জানিয়ে তিনি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ক্ষমতা কারও নেই।

স্থানীয় সময় রোববার(৯ ফেব্র্রুয়ারি) মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে ইস্তান্বুল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন

তুরষ্কের প্রেসিডেন্ট  বলেন, ‘গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের। হাজার বছরের পুরোনো এই চিরায়ত মাতৃভূমি থেকে গাজার জনগণকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ‘হাজারো বছর ধরে বিদ্যমান গাজাবাসীদের তাদের মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিন ফিলিস্তিনিদেরই আছে এবং থাকবে 

যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি পূরণ করায় হামাসের প্রশংসা করে এরদোয়ান দাবি করেন, ইসরাইলিরা যুদ্ধবিরতি বাতিলের প্রচেষ্টা চালাচ্ছে এবং বন্দিবিনিময় প্রক্রিয়া দুর্বল করতে চেষ্টা করছে

ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজার ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটির পুনর্গঠনের প্রস্তাব দেন। এ পরিকল্পনা বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে এবং আরব-মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ট্রাম্পের প্রস্তাবকে মূল্যহীন হিসেবে আখ্যা দিয়ে এরদোয়ান বলেন, ‘জায়নবাদী নেতৃত্বের চাপে মার্কিন প্রশাসনের দেওয়া গাজা প্রস্তাবের কোনো গুরুত্ব নেই।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাম্প | এরদোয়ান